পঞ্চগড়ে ডিবি কর্তৃক  মাদক ব্যবসায়ী আটক

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৪৯ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫

পঞ্চগড় গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে একজন মাদক কারবারি আটক হয়েছে।পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের সার্বিক তত্বাাবধানে  জানা যায়,গত শুক্রবার ২৬ এপ্রিল  এসআই আসাদুজ্জামান এর নেতৃতে  সঙ্গীয় ফোর্সসহ ডিবির একটি চৌকশ টিম দেবীগঞ্জ  থানা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনাকালে দেবীগঞ্জ  উপজেলার  চিলাহাটি ইউণিয়নের ভাউলাগঞ্জ বাজারে জনৈক মোঃ শাহিনুর ইসলাম শাহীন এর টেইলার্স  দোকানের সামনে কাঁচা  রাস্তার উপর ধৃত আসামি মোঃ শহিদুল ইসলাম শহীদ  (৩২), পিতাঃ মোঃ নুর ইসলাম , সাং- ভাউলাগঞ্জ,  নগর, থানা- দেবীগঞ্জ , জেলা- পঞ্চগড়কে  দুইশত পিস মাদকদ্রব্য টাপেন্ডাডল ট্যাবলেট  গ্রেফতার করা হয়।

এ বিষয় দেবীগঞ্জ  থানায় মাদক আইনে নিয়মিত  হয়েছে বলে জানান ডিবির এসআই আসাদুজ্জামান। এরপর  তাকে  আদালতে প্রেলণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত