পঞ্চগড়ে ডিপ্লোমা নার্সদের বিক্ষোভ কর্মসূচি পালিত

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:০০ | আপডেট : ১ মে ২০২৫, ২০:১১

শিক্ষার্থী নার্সদের ডিপ্লোমা ডিগ্রি সমমান করার দাবিতে রবিবার ঢাকায় ডিজিএনএম এর সামনে মানববন্ধন কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
জানা যায় দেশব্যাপি কর্মসূচি ঘোষনায় সোমবার [২৮এপিল) পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কমসূচি পালন করা হয়।বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন [বিডিএসইউ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।এসময় তারা বলেন, এইচএসসির পর ডিপ্লোমা নাই ডিপ্লোমাকে ডিগ্রি সমমমান চাই ‘ ম্লোগান রেখে ঢাকায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে রেজিষ্টারের পরোক্ষ মদদে পুলিশের বর্বরতা চালায়। এহেন আচরণে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এছাড়া এসময় দায়ী রেজিষ্টারের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
এসময় বক্তব্য রাখেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী নুর জাহান আক্তার, ডিপ্লোমা ইন মিডওয়াইফারী মিনি আক্তার ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ডমিডওয়াইফারীবেলাল হোসেন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত