পঞ্চগড়ে ট্র্ক্টারের চাপায় নারীর মৃত্যু
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮
পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় রহিমা বেগম (৮৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলা সাতমেড়া ইউনিয়নের বেংগু পাড়া বাজার এলাকার এ ঘটনাটি ঘটে।
নিহত রহিমা বেগম সাতমেরা ইউনিয়নের ঢিলাপাড়া নামক এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত সালিম উদ্দিনের স্ত্রী।পুলিশ ওস্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পরে দিকে সদর উপজেলা সাতমারা ইউনিয়নের বেংগু পাড়া বাজারের পাশে সড়কের ধারে স্তুপ করে রাখা খড়ের উপর শুয়ে ছিলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা রহিমা বেগম। ওই সড়ক ধরে যাওয়ার পথে ট্রাক্টর চালক বৃদ্ধার শরীরের উপর দিয়ে তুলে দেন। এসময় ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ঘাতক চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে গেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ ট্রাক্টরের চাপায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত