পঞ্চগড়ে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থী ও আনসার
প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১৮:১৭ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৪
পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের শহীদ মিনারের সামনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থী , ট্রাফিক ও সেচ্ছাসেবকরা।শেখ হাসিনার পদত্যাগ করার পর বুধবার তাদের এই দায়িত্বপালন করতে দেখা যায়।এর আগেদুই/তিন দিন ধরে ট্রাফিকবিহীন সড়ক দেখা গেছে।
দেশে সাম্প্রতিকালের সহিংস ঘটনার পর হঠাৎ করেই তাদের ট্রাফিক পরিচালনার দায়িত্ব পালনে মাঠে নামেন তারা। দায়িত্বপালন করা শিক্ষার্থীরা জানান, যেহেতু সড়কে এখন ট্রাফিক শূণ্যতা থাকায় তারা এই দায়িত্ব পালনের কাজ করছেন। এ সময় তারা সকলকে হেলেমেট ব্যবহার জন্য সকল মোটর সাইকেল চালক ও আরোহিদের পরামর্শ দেন।এছাড়া সতর্কতার সাথে সকলকে সাবধানে যান চলাচলের প্রতি দায়িত্বশীল হওয়ার কথা বলেন্ এছাড়া যানজট যেনো না করা হয় সে জন্য সকল যানবাহন চালকদের অনুরোধ জানান। শিক্ষার্থী , আনসার সদস্যের পাশাপাশি ইসলামি আন্দোলন বাংলাদেশের সেচ্ছাসেবী কর্মীরাও এ সময় অংশ নেন।
এদিকে বুধবার আইনশূঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যদ্যের নিজস্ব পরবিহনে সর্তক অবস্থানে দেখা গেছে।তবে মানুষের মাঝে এখনো ভয় আতঙ্ক রয়ে গেছে। এর ফলে পঞ্চগড় শহরে এখনো আগের মতো যান চলাচল দেখা যায়নি। মানুষজনও কম আসছে শহরে। ব্যবসা-বানিজ্য এখনো আরে মতো জমেনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত