পঞ্চগড়ে ঝুলন্ত বৃদ্ধার লাশ উদ্ধার
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ২৩:৫৫
পঞ্চগড়ে ঝুলন্ত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মিঠাপুকুর এলাকার নিজ ঘরের শর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, তার নাম ইলিয়াস আলি (৬৫) পিতামৃত- সমারু সাং- বলেয়াপাড়া । তিনি ওই বাড়িতে ২ স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন। তার রয়েছে ৪ ছেলে ও ১ কন্যা সন্তান। দ্বিতীয় বিয়ে করায় সন্তানরা তারপ্রতিবিমূখ ছিল বলে স্থানিয়রা জানায়। বাড়ির সকলের অনুপস্থিতিতে সে ঘরের শরে রশিতে আত্নহত্যা করে।সে দীর্ঘদিন ধরে অভাবঅনাটনে দিনাতিপাত করছেন।
পঞ্চগড় সদর থানার ওসি তদন্ত রঞ্জু আহমেদ জানান,সুরতহাল করে লাশ পোষ্টমোর্টেম করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত