পঞ্চগড়ে ছবি বিহীন এন আইডির দাবীতে নারীদের মানববন্ধন
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৫ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬
পঞ্চগড়ে ফিঙ্গার প্রিন্টে পরিচয়ের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার(২৬ জানুয়ারী) দুপুরের পঞ্চগড়- ঢাকা মহাসড়ক সংলগ্ন শহীদ মিনারের সামনে পঞ্চগড় নারী সমাজের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি এই কর্মসূচী পালন করা হয়েছে।কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসক, নির্বাচন অফিস ও শিক্ষা অফিসে গিয়ে একটি স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মমতাজ বেগম, হুমায়রা বেগম, আহমেদ সানজিদা, সামসুননাহার সোহানা বেগম প্রমূখ।এসময় তারা বলেন, পরিচয় নিবন্ধন আইন ২০১০ এবং ২০২৩ এ পরিচয় সনাক্তকরণে চেহারায় চবির কথা উল্লেখ নাই। এমনকি বায়োমেট্রিক যাচাইয়ে ফেসিয়াল রিকগনিশনকেও বাধ্যতামূলক করা হয়নি। তারপরেও স্বৈরাচারী মনোভাবে পর্দাশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখা হয়েছে। বিগত ১৬ বছর যাবত যে সমস্ত ইসি কর্মকর্তা পর্দাশীল নারীদের নাগরিকত্ব আটকিয়ে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা আরো বলেন,দেশের ৯৮ ভাগ মানুষ মুসলিম। তারপরেও এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্যের শিকার হতে হয়। একজন নারী দুটি ছবি তুললে গুনাহ হয়। একটি ছবি তোলার গুনাহ অন্যটি বের্পদা হওয়ার গুনাহ। জুলাই- আগষ্টে ছাত্র-জনতার অভ্যূথানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু গত ১৬ বছরে শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে , আমরা তারপরিসমাপ্তি চাই। এ দাবী পূরণ না হলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলিম তখা পর্দাশীল নারীরা বৃহৎ পরিসরে আন্দোলনে শরীক হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত