পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিং, দূভোর্গে মানুষ

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬

উত্তরের বৃহৎ বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর লোডশেডিংয়ের আওতা বেড়েছে। কয়েকদিনে স্বল্প পরিসরে লোডশেডিং চলমান থাকলেও সোমবার সন্ধ্যার পর তা মাত্রায় অনেকটাই বৃদ্ধি  পেয়েছে। 

পঞ্চগড় স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) লিমিটেড সূত্রে জানা যায় দিনাজপুরের বড়পুকুরিয়া উৎপাদন শুরু হলেই লোডশেডিংয়ের মাত্রা কমে আসবে। তার আগে এ সমস্যা কেটে ওঠা সম্ভব নয়। পঞ্চগড়ে মাস খানেক ধরে বিদ্যুতের লোডশেডিং বাড়তে থাকে। এর মধ্যে দিনে-রাতে এক-দুই বার লোডশেডিং দেওয়া শুরু করে নেসকোর পঞ্চগড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটি। বরাদ্দ অনুযায়ি দুই-একটি ফিডার বন্ধ সাপেক্ষে ঘাটতি মোকাবেলা করে নেসকো। প্রায় ৪০ মিনিট সময় নিয়ে লোডশেডিংয়ের ধারাবাহিকতা ছিল সহনীয়। কিন্তু সোমবার এর মাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে দূর্ভোগ বেড়ে গেছে।

একদিকে মৌসুমি প্রভাবে অহসহনীয় গরম সাথে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংএ মানুষের দূর্ভোগ বেড়েছে। এছাড়া ব্যবসা-প্রতিষ্ঠান কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় কিছুটা চিন্তিত এ সকল প্রতিষ্ঠানের মালিক-কর্তৃপক্ষ। তবে দিনের বেলার চেয়ে রাতেই লোডশেডিং বেড়ে যায়। সোমবার সন্ধ্যার পর কয়েক দফায় লোডশেডিং দেওয়া হয়। এমনকি মধ্যরাতেও দেওয়া হয় লোডশেডিং।

পঞ্চগড় নেসকো সূত্রে জানা যায় পঞ্চগড় ও তেতুঁলিয়া উপজেলা এবং বোদা ও আটোয়ারীর কিছু অংশ তাদের সরবরাহের আওতায় রয়েছে। সদর উপজেলার আওতায় ৮টি ও তেতুঁলিয়া উপজেলায় ৮টি বিদ্যুৎ সরবরাহে ফিডার রয়েছে।

জানা যায়, এসকল এলাকার ওই ১৬টি ফিডারে বিদ্যুৎ সঞ্চালন করা হয়ে থাকে। চাহিদা সর্বোচ্চ ২ মেগওয়াট। তবে এখন সেই চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহের মোট বরাদ্দ ১৩ থেকে ১৪ মেগওয়াট। সোমবার ১৪ মেগওয়াট বরাদ্দ থাকলেও মঙ্গলবার সেই বরাদ্দ কমে আসে ১৩ মেগাওয়াটে।

এ বিষয়ে পঞ্চগড় নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ দেবশর্মার সাথে কথা বললে তিনি জানান, দিনের চেয়ে রাতে বিদ্যুতের চাহিদা বেশি। তবে জেনারেশনের কারণে কখনো কখনো চাহিদা বাড়েও কমে। লোডশেডিং বিষয়ে তিনি বলেন বড়পুকুরিয়ায় তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় লোডসেডিংয়ের আওতা বেড়েছে। এক সপ্তাহের বড়পুকুরিয়ায় একটি ইউনিট ত্রুটিজনিত সমস্যা সমাধান হবে ‘এবং তা হলেই লোডশেডিং কমে আসবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত