পঞ্চগড়ে গ্রহীতা পেলেন মরণোত্তর সহয়তার ৫০ হাজার টাকা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৫ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:২৩

পঞ্চগড়ে গ্রহীতা পেলেন ৫০ হাজার টাকা মরণোত্তর সহায়তার অনুদান নগদ ৫০ হাজার টাকা। বুধবার দুপুরে শহরের ধাক্কামারাস্থ ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিক ভাবে নমিনীর হাতে নগদ ওই টাকা তুলে দেয়া হয়। 

দেশীয় পণ্য কোম্পানীর ওয়াল্টন সুরক্ষানীতির আওতায় শর্ত সাপেক্ষে কোম্পানীর ক্রেতা হিসেবে এই অনুদান তার নমিনী স্ত্রী আবেদা বেগমকে প্রদান করে প্রতিষ্ঠানটি। এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় পৌরকাউন্সিলর মো: বাবু ওয়ালটন প­াজা ধাক্কা-মারা শাখার ব্যবস্থাপক মনোয়ারু হোসেন,মৃতঃ শরিফুল ইসলামের পরিবার সহ শহর এলাকার বিভিন্ন শোরুমের কর্মকর্তারা। এ সময় মৃত ক্রেতা শরিফুল ইসলাম স্ত্রী আবেদা বেগম জানান, আমার স্বামী ওয়ালটন শোরুম থেকে কিস্তিতে একটি ফ্রিজ নেয় ৫ মাস পর স্বামী অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন, তার মৃত্যুতে ওয়ালটনের পক্ষ থেকে মরনত্ত্ব সহায়তার দাবি ৫০ হাজার টাকা দেযা হয়।ওয়ালটনের শাখার ব্যবস্থাপক মনোয়াল হোসেন বলেন, ক্রেতাদের বাড়তি সুবিধা দেয়ার উদ্দেশ্যে গত বছরের ডিসেম্বরে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’ চালু করা হয়েছে।সেই ধারাবিহকতার আলোকে আজ একজন নমিনীকে মরণোত্তর সুরক্ষা সহায়তা অনুদান প্রদান করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত