পঞ্চগড়ে গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বদলীজনিত বিদায় সংর্বধনা

  মোঃ কামরুল ইসলাম কামু , পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০২ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ২১:২৯

পঞ্চগড় গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার ও উপসহকারী প্রকৌশলী খলিলুর রহমানের বিদায় সংর্বধনা রবিবার বিকেলে অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।  মনিরুজ্জমান সরকারের স্থলাভিষিক্ত হলেন গনপূর্ত মন্ত্রনালয়ের কর্মরত মাজিদার রহমান।

সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় গনপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. মতিউর রহমান। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পঞ্চগড়ের বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, উপসহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মামনুর রশীদ, উপসহকারী প্রকৌশলী আনোয়ার শাহাদত জিন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মির্জা বজলুর রশীদ,দপ্তর সম্পাদক ফজলুল করিম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী প্রকৌশলী আতিউর রহমান।নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার এর নতুন কর্মস্থল রাজবাড়ী। উপসহকারী প্রকৌশরী খলিলুর রহমানের নতুন কর্মস্থল নীলফামারী বলে জানা যায়।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত