পঞ্চগড়ে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদী মার্চ পালিত
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪১ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯
আওয়ামীলীগ সরকারের পতনের একমাস পূর্ন হওয়ায় পঞ্চগড়ে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদী মার্চ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৫আগষ্ট) বিকেলে জেলা শহরের জজকোর্ট এলাকা থেকে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ শোভাযাত্রা শুরু হয়।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেেেষ পঞ্চগড় শহরের প্রাণ কেন্দ্র চৌরঙ্গী এলাকায় এসে শেষ হয়। এরপর সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড. আব্দুল বারী , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি, মখলেছুর রহমান সান,মুরাদ হাসান, সহ সমন্বয়ক আতিক হাসান প্রমুখ। এসময় তারা ৫ আগষ্ট স্বৈরাচারী সরকারের কর্মকান্ড নিয়ে সমালোচনা সহ সকল দায়ী ব্যক্তিকে অতিদ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবী জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত