পঞ্চগড়ে করদাতা হিসেবে এক তরুণ সহ পাঁচ জন পেলেন সন্মাননা  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:০১ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৩

কর অঞ্চল রংপুর অঞ্চলে প গড়ে এক তরুণ সহ পাঁচ জনকে সর্বোচ্চ কর দাতা হিসেবে পূরষ্কৃত করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য  জি এম আবুল কালাম কায়কোবাদ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন  রংপুর কাস্টম এ·চেঞ্জ ও ভ্যাট কমিশনারেট মিজ ড. নাহিদা ফরিদী, রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. আকবর আলী, মেট্রোপলিটন চেম্বারে  প্রেসিডেন্ট  রেজাউল ইসলাম মিলন, উইমেন চেম্বারে মিজ আনোয়ারা ফেরদৌসী পলি। এতে সভাপতি করেন রংপুর অঞ্চলের কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।বুধবার দুপুরে রংপুরে চিকলী ওয়টার পার্কের কনভেনশন হলেরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের মাঝে এসব পূরষ্কার তুলে দেওয়া হয়।

তারা হলেন; সর্বোচ্চ করদাতা আবুল কাশেম রুমেল , দ্বিতীয় প্রমিল সাহা, তৃতীয় তানভির হোসেন পাপ্পু,দীর্ঘমেয়াদীতে করদাতা আলতাফুর রহমান ও এড. আবুল কালাম এবং তরুণ ৪০ বছরের নীচে সর্বোচ্চ করদাতা হিসেবে খাদেমুল ইসলাম (জনি) ও শেফালি বেগমকে পূরষ্কৃত করা হয়।জানা যায় তারা মাঝে করদাতার হিসেবে উপস্থিত সম্মাননা ক্রেস্ট, পরিচয়পত্র ও সনদপত্র গ্রহন করেছেন। 

জানা যায়, সরকারের রাজস্ব উন্নয়নের অবদানকে স্বীকৃতি হিসেবে এই সন্মাননা প্রদান করা হয়ে আসছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাগীয় অঞ্চলগুলিতে এমন অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত