পঞ্চগড়ে কনকনে শীতে কাপঁছে মানুষ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ১৯:২৬ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ২৩:২৪

পঞ্চগড়ে তাপমাত্রা কমলেও শীতের দাপট বেড়েছে। মঙ্গলবার (৯জানুয়ারী ) সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে সোমবার তাপমাত্রা সাথে মঙ্গলবারের তাপমাত্রার মিল নেই। তবে সোমবারে শীত ও কুয়াশার প্রভাব কিছুটা কম থাকলেও পড়ন্ত বিকেলের পরেই ঘনকুয়াশা ঢাকা পড়ে পুরো জেলা।সোমবার সর্বনি¤œতাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার সাথে ছিল মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ। হিম হিম বাতাসে মঙ্গলবার জনজীবনে নেমে আসে কনকনে শীতের প্রভাব। দিনের বেলাত্রে যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। দুপুরে সূর্য সামান্য দেখা গেলে ওতার প্রভাব পড়েনি। পঞ্চগড় জেলার পথপ্রান্তরে  চলতে গিয়ে দেখা গেছে মানুষের স্বাভাবিক চলাফেরা খুব কম। সড়কের আশপাশে ও বাজারগুলিতে লোকের সমাগম থাকলেও তা ছিল তুলনামূলক কম।

পঞ্চগড়- তেতুঁলিয়া সড়কের নানা জায়গায় খড়ঁকুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণের চেষ্টায় দেখা যায়।তবে শীত উপেক্ষা করে নদী ক্ষেতে শ্রমজীবী মানুষকে কাজ করতে দেখা গেছে। 

তেতুঁলয়ার পাথর শ্রমিক হায়দার আলি বলেন ‘আয় ছাড়া সংসার চলবে কি করে। তাই শীত হলেও পাথর তুলতে হয়।তেতুঁলিয়া আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন ‘ জানুয়ারিতেই তো শীত। এখন মাঝে মাঝে শীত কমবে বাড়বে। তাপমাত্রা এভাবেই ওঠানামা করবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত