পঞ্চগড়ে একদিনে পৃথক দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭
পঞ্চগড়ের পৃথক পৃথক এলাকায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সদর উপজেলার চাকলাহাট ইউপির ডলোপাড়া গ্রামে মাটিতে পুতে রাখা লাশ এবং বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাঁতালপাড়া ঘাট থেকে অপর একজনের লাশ উদ্ধার করা হয়।
বোদা থানা পুলিশ জানায় করতোয়া নদী থেকে উদ্ধার কৃত লাশের পরিচয় পাওয়া গেছে।তার নাম নুরুল ইসলাম (৪৫)। পেশায় অটো চালক, বাড়ি বোদা উপজেলার কাউয়াখাল মাঝিয়ালী এলাকায়। সে গত ২৭ জানুয়ারি নিখোঁজ হয় । পরে ২৮ জানুয়ারি তার স্ত্রী শেফালি বেগম নিখোঁজের কারনে থানায় সাধারন ডায়েরি করেন। পরে গত ৩০ জানুয়ারি অজ্ঞাত ৪-৫জনের নামে অটো ছিনতাই এবং অপহরনের অভিযোগে শেফালি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরপরই মো. আলম নামে একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাঁতালপাড়া ঘাটে স্থানীয় লোকজন হাত পা বাঁধা অবস্থায় একটি লাশ ভেসে থাকতে দেখতে পায়। খবর পেয়ে বোদা থানা পুলিশ সদস্যরা নদী থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে । এদিকে শুক্রবার রাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডলোপাড়ায় মাটির নীচে পুতে রাখা ওই অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর উপজলোর চাকলাহাট এলাকার ডলোপাড়ার পুঁেত রাখা লাশটি উদ্ধারে পুলিশ সেখানে (রাত আটটা) অবস্থান করছিল।
এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন ‘ তা স্ত্রী থানায় অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দেওয়ার পর ৩০ জানুয়ারি অভিযুক্ত একজনকে আটক করা হয় এবং তাকে পরদিন আদালতে হাজির করা হলে আাদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এখন লাশের সুরতহাল করছি ‘ তাকে শ্বাসরুদ্ধ (গলায় গামছা দিয়ে) হত্যা করা হয়। হাত পা বাঁধা ছিল। ছিনতাই করা অটোটি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত