পঞ্চগড়ে উপকারভোগিদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১৯:১১ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬

পঞ্চগড় শহর সমাজসেবা কার্যক্রমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার পঞ্চগড়ে শেষ হয়েছে। পঞ্চগড় শহর সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, পঞ্চগড় পৌসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। শহর সমাজসেবা অফিসার মো. ওয়ালিউল হক প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। প্রশিক্ষণে ঋণ গ্রহণ, ঋণের সুষ্ঠু ব্যবহার, ঋণ পরিশোধসহ নানান বিষয়ে ধারণা দেওয়া হয়।প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ সম্পর্কিত বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি, দলনেতা, সহকারি দলনেতা, ঋণগ্রহীতা সদস্য, বিভিন্ন ভাতাভোগী, স্বেচ্ছাসেবাী সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মচারীসহ ২৮ জন অংশ নেয়।সমাপনী দিনে সোমবার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত