পরিবেশ উপদেষ্টাদের পদত্যাগ দাবি
পঞ্চগড়ে ইট ভাটায় অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ১৮:৩৮ | আপডেট : ৫ মার্চ ২০২৫, ২৩:৩৮

পঞ্চগড়ে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইট ভাটার মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে জলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার শ্রমিক ও মালিক পঞ্চগড় চিনিকল মাঠে জড়ো হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।তারা দাবী করেন পরিবেশ রক্ষার নামে শিল্পকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও জামায়াত নেতা সফিউল্লাহ সুফি, সাধারন সম্পাদক শাহীন ইসলামসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।
বক্তব্যে ভাটা মালিক ও শ্রমিকরা জানান, ২০১৩ সালে অসৎ উদ্যেশ্য পরিবেশ আইন করা হয়েছে উল্লেখ করে বলেন, পরিবেশের নামে দেশের ক্ষুদ্র শিল্পকে ধ্বংসের পরিকল্পনা করা হচ্ছে। এরপর কোন ভাটায় অভিযান চালানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।#
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত