পঞ্চগড়ে আবারো পেঁয়াজের বাজার চড়া লেবুর হালি ৮ টাকা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১৮:১৪ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪

নিত্যপন্যের বাজারের ভিন্নচিত্র যেনো মানুষকে স্বস্তি দিতে পারছেনা। শিল্পী আকতার নামে এক গৃহিনীর দেখা হয় পঞ্চগড় সবজির বাজারে। তিনি বলেন কই লিখেও তো দাম কমেনা। তিনি তার ঠিকানা বলতে রাজী হননি। এসময় তার হাতে ডিম আর সবজির ব্যাগ দেখা যায়। বাজার দর কেমন জানতে চাইলে বলেন বাজারে এসে এখনো স্বস্তি পেলাম না। ফার্মের ডিমের হালি ৫০ টাকা। ৫ পিস লেবু ১০ টাকা। সবজির বাজার অনেক চড়া। কয়দিন দেখলাম কমতির দিকে কিন্তু আবার দাম বাড়ছে। বয়লার ও সোনালী মুরগী ছাড়া সব নিত্যপন্যের দাম বাড়তি। দেশি পেয়াঁজ আজ (রবিবার) ১২০ টাকা কেজি। আলু এখনো ৫০ টাকা ৬০ টাকা কেজি। সবজির দোকানগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায়, পটল ৪০ ,কাচাঁমরিচ ২৪০, ঢেঁড়ষ ৫০, করলা ৫০-৬০ , সব ধরনের শাক ৩০-৪০ টাকা কেজি।

এদিকে বাজারে গিয়ে দেখা যায়, মোটা ছাড়া সব ধরনের চাল ৫০ কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। চিনির কেজি এখনো ১৪০ টাকা।আদা রসুনের দাম তো কমলো না। এখনো রসুন ২০০ ও ২৪০ টাকা। আদার কেজি ২৮০ টাকা। মুদি পন্যের দাম কই কমে। এখনো সয়াবিন ১৭০ টাকা লিটার। মুসরি ডাল ১১০ ও ১৪০ টাকা কেজি। ৫০ টাকা কমে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা। দেশি মাছের সরবরাহ একেবারে কম এবং দামও বেশি। বড় সাইজের ইলিশ এখনো হাতের নাগালে নেই। বড় ইলিশ ১৫০০-১১০০ টাকা কেজি। জাটকা ৫০০-৬০০ টাকা কেজি। কমেনি কসমেটিকস প্রসধানীর দাম। সাবান, ডিটারজেন্ট সহ অন্যান্য সব ধরনের পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। করোনাকালীন সময়ে যে দাম ছিল সেই বাড়তি দামেই সকল ধরনের প্রসাধনী বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত