পঞ্চগড়ে আইডিইবি’র সংবাদ সম্মেলন
প্রকাশ: ১৪ মে ২০২৪, ১১:৩০ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৩
পঞ্চগড়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাশ) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহনে বিরোধী কার্যক্রমের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ডিগ্রী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স - আইডিইবি সোমবার (১৩ মে) পঞ্চগড় আইডিইবি ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি পঞ্চগড় জেলা শাখার সভাপতি হেলাল উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন আইডিইবি জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুনী গোপাল সিংহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের, আইডিইবি ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহিদ আনোয়ার জীম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চগড় আইডিইবি’র অর্থ সম্পাদক আতিউর রহমান এবং মামুনুর রশীদ, সাইফ আহমেদ, নোবেল, জিমিয়াস প্রধান, সাদেকুল ইসলাম বাবু সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত