পঞ্চগড়ে আংশিক শাটডাউন পালন
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১৮:১১ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৪
কোটা সষ্কার বৈষম্য আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে আংশিক 'কমপ্লিট শাটডাউন' পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে গেলেও জেলা শহর থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে আন্ত জেলা বাস, ট্রাকসহ অন্য যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক ছিল।
দুপুরের দিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জড়ো হয়। সেখানে তারা দুপুর ১২ থেকে সড়ক অবরোধ করে রাখে। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা উপস্থিত হয়ে অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। কিন্ত দুপুর ২ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। শৃঙ্খলা রক্ষায় বিজিবি টহলের পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত