পঞ্চগড়ের বোদায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহ আটক ,১

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:০২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০১:২৯

পঞ্চগড়ের বোদা থানা পুলিশ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে।

বোদা উপজেলার পাঁচপীর জয়নন্দপাড়া এলাকার রুহুল আমিনের পুকুর সংলগ্ন এলাকা থেকেএসব মাদক সহ অবিনাশ চন্দ্র রায়(৪২) নামক মাদক ব্যবসায়িকে আটক করে পুলিশ। তার বাবার নাম ক্ষিতিশ চন্দ্র রায় । বাড়ি বোদা উপজেলার পাঁচপীর এলকাকার প্রধান পাড়ায়। অপর দুজন পালিয়ে যায়। পলাতকদের নাম ভ’পেন শরেন ওরফে বোতল পিতা দুলাল শরেন বাড়ি পাঁচপীর এলাকার জয়নন্দু বড়–য়ায় ও জামাল হোসেন (৩৫) পিতামৃত: আব্দুস সামাদ,বাড়ি পাঁচপীর ওকরা বড়ি।

বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক। তিনি জানান এসপি এসএম সিরাজুল হুদার নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত আছে। পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃত ব্যক্তি অবিনাশ চন্দ্র রায়ের নিকট থেকে ৪ বোতল বিদেশী মদ, ২ বোতল ইম্পারিয়াল ৭৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত