পঞ্চগড়ের দুটি আসনে দশজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৩ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:০১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি আসনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাঈমুজ্জামান ভুইয়া মুক্তাকে নৌকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাটকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক, এনপিপির মশিউর রহমানকে আম, মুক্তিজোটের আব্দুল মজিদকে ছড়ি, বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশাকে একতারা ও বিএনএফের  সিরাজুল ইসলামকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জাতীয় পার্টির দুইজন প্রার্থী থাকায় কাউকে তাদের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবেন বলে জানান রির্টানিং কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। দুজনেই বৈধ প্রার্থী তবে দলীয় প্রধান কারো জন্যই প্রতীক বরাদ্দের চিঠি দেননি। পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজনকে নৌকা, তৃণমূল বিএনপির আব্দুল আজিজকে সোনালী আঁশ, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপনকে লাঙ্গল এবং বাংলাদেশ সুপ্রীম পাাটির আহমদ রেজা ফারুকীকে একতারা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত