পঞ্চগড়ে বিদ্যুৎ বিপর্যয়: ক্ষোভ নিয়ে ফেসবুকে নেতিবাচক পোষ্ট

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ২০:৪৭ |  আপডেট  : ২৬ জুন ২০২৪, ০৬:২৯

পঞ্চগড়ে ঈদের দিন থেকে নেসকোর বিদ্যুত সরবরাহে নানা বিড়ম্বনা দেখা দেয়। ঈদুল আযহার দিন  রাত থেকে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। টানা ৩৬ ঘন্টা বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা কোরবানীর মাংস পঁচে যাবার উপক্রম শুরু হয়েছে। মাংস নিয়ে আশংকিত হয়ে পড়েছেন সাধারন মানুষ। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে অতি বৃষ্টিতে পঞ্চগড়ের ৩৩ কেভি ও ১১ কেভি ফিডার বন্ধ হয়ে যায়। এ জন্য বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে পুরো জেলা। বর্তমানে বিদ্যুৎ সংযোগ সক্রিয় করার কাজ চলছে বলে জানিয়েছেন তারা। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর, বাংলাবান্ধা, পঞ্চগড় সদর এবং আটোয়ারী উপজেলার বেশ কিছু ইউনিয়নে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। এসব এলাকায় প্রায় ৪০ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই বলে কোরবানীর মাংস সংরক্ষন করতে চিন্তিত হয়ে পড়েছে এলাকাবাসী। তারা বলছেন ইতোমধ্যে মাংসের পঁচা গন্ধ বের হতে শুরু করেছে। ২/৩ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ না ঘটলে মাংস ফেলে দিতে হবে। অন্যদিকে চা কারখানা সহ ক্ষুদ্র শিল্পকারখানাও বন্ধ রয়েছে। ভজনপুর ইউনিয়নের ডাক্তার পাড়া গ্রামের শাহীন হোসেন জানান, ঈদের দিন থেকে বিদ্যুৎ নেই। কোরবানীর মাংস ফ্রিজে রেখেছি। কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে মাংস পঁচে যাওয়া শুরু করেছে।  এদিকে বিরক্তিকর বিদ্যুত বিভ্রাটের কারনে ফেসবুকে লেখালেখির ঝড় ওঠে। নেতিবাচক পোষ্ট নিয়ে পোষ্টকারিরা নেসকোকে দায়ী করে। ব্যাপারে বিদ্যুৎ বিভাগের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগ জানিয়েছে বজ্রপাতের কারণে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। কাজ চলছে। আমরা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কথা বলছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত