পঞ্চগড়ের তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস                

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৭:২০

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অধিদপ্তর শুক্ররবার (২২ডিসেম্বর) সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করেছে। সর্বনিম্নতাপমাত্রা সকাল নয়টায় ছিল ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।তেতুঁলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন‘ ডিসেম্বরের শেষের দিকে তাপমাত্রা আরো কমে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে কুয়াশা কমলেও রাতে তীব্র শীতে বাড়ে থাকে।এছাড়া বিকেলের আগে আগেই তীব্র শীত অনুভ’ত হতে থাকে। এই শীতেও পাথর সহ সব শ্রেনীর কর্মজীবী মানুষ জীবীকার তাগিদে কাজে বের হচ্ছে। পঞ্চগড় শহরের পাশে করতোয়া নদীতে পাথর শ্রমকিদের পাথর তুলতে দেখা গেছে।অপরদিকে শুক্ররবার সকাল ১০ টার পর পরেই রোদের দেখা মেলে। তা বিকেল পর্যন্ত থাকে।

এছাড়া তীব্র শীতে শীতের কাপড় কিনতে অনেকে যাচ্ছে কাপড়ের দোকানগুলিতে। উচ্চ ও মধ্যবিত্তরা বিপনীবিতানগুলিতে ভীড় করছে। নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা হলেও বেড়েছে।  

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত