ন্যান্সি-মহসীনের ঘরে এবার আরও এক পশলা সুখের দোলা

  বিনোদন রিপোর্ট:

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১১:১৮ |  আপডেট  : ১ মে ২০২৫, ১৪:৪৫

জনপ্রিয় তারকা দম্পতি ন্যান্সি-মহসীনের ঘরে এবার আরও এক পশলা সুখের দোলা। তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিয়ের ছয় মাসের মাথায় এই সুখবর জানালেন গায়িকা নিজেই।

বৃহস্পতিবার স্টিল ছবি দিয়ে বানানো একটি ভিডিও পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ্যে আনেন তিনি। এতে দেখা যায় স্বামী মহসীন মেহেদী প্রেগনেন্সি টেস্টের কিট হাতে। মুখের হাসি তো অবশ্যই, কিটে পজেটিভ রেখাতেও খবরটি নিশ্চিত হওয়া গেছে।

এরমধ্যে তারকা দম্পতি অনাগত সন্তানের নামও রেখে ফেলেছেন। তার নাম দেয়া হবে মেহেজান।

গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। সংসারের নানা রকম ভাঙ্গা গড়া উৎরে নতুন করে ভালবাসার বাঁধা পরেন মহসীনের সাথে।

গণমাধ্যমে এ গায়িকা বলেন, ‘নতুন করে আবার মা হতে পারবেন, এটা তিনি কল্পনাও করিনি। কারণ হিসেবে তিনি বলেন, আগের দুই সন্তান জন্মের সময় কিছু জটিলতা ছিল । চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন আর মা হতে পারবেন না তিনি।

গানের সুবাদেই মহসীন মেহেদীর সাথে সম্পর্ক হয় ন্যানসির। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত আছেন। ন্যান্সির রোদেলা ও নায়লা নামের আরও দুই সন্তান রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত