ন্যাটোতে যোগ দিতে ফিনল্যান্ড-সুইডেনকে সমর্থন দেবে কানাডা: রিপোর্ট

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১০:২১ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২১:৫৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) যোগ দিতে ফিনল্যান্ড ও সুইডেনকে সমর্থন দেবে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘আল-জাজিরার’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সাংবাদিকদের বলেছেন-সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে চারপাশে কথোপকথন চলছে। কানাডা অবশ্যই এ বিষয়টিকে জোরালোভাবে সমর্থন করছে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে এই ফিনল্যান্ড ও সুইডেন। এর ফলশ্রুতিতে তারা ন্যাটোতে যোগদানের পদক্ষেপ নিচ্ছে। যদিও রাশিয়া ইতোমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিলে তাদেরকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত