নৌকার ভোটটি টেবিলে দেব, একের অধিক সিল মারতে হবে-গাংনী উপজেলা চেয়ারম্যান

  জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ০৯:৫৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০০:৩২

আমরা নৌকার ভোটটি টেবিলে দেব, আর মেম্বারদের ভোটটি গোপনে দেব। এ শ্লোগান তৈরি করেন। একের অধিক সিল মারতে হবে। এখানে প্রশাসনের যারা আছেন, প্রিসাইডিং, পোলিং, পুলিশ তাদের কিচ্ছু করার নাই, কিচ্ছু তাদের বলার নাই। আমার ভোট আমি দেব ওপেন দেব টেবিলে দেব। কেউ যদি বাঁধা হয়ে দাঁড়ায় আমরা লন্ডনে থাকব না। আমরা আপনার দু-চার কিলোর ভিতরে থাকব। ফোনটি খোলা থাকবে। আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সাথে প্রধানমন্ত্রী স্বয়ং আছে। আপনাদের সাথে আমাদের মন্ত্রী জেলার স্বয়ং আছে, আপনাদের সাথে এমপি স্বয়ং আছে, আপনাদের সাথে উপজেলা চেয়ারম্যান আমি এবং অন্যান্য লিডারবর্গরা স্বয়ং আছে। আপনারা ভোটটি দেবেন শতভাগ ভোট পোল করবেন। একবারের জায়গায় দুবার দেবেন, দুবারের জায়গায় তিনবার দেবেন ভোট দিয়ে দেবেন। আপনি ভোট দিতে যেয়ে আপনাকে ঠেলা দেবে, আপনিও তাকে ঠেলা দেবেন। আপনারা সেন্টার নিয়ন্ত্রনে নেবেন নাই আয়োত্তে নেবেন। অনুরোধ আপনারা ঐ সুযোগটুকু করে দেবেন। যে ঐ নৌকাটা আমরা ছাড় দিয়েছে। আপনাদের এজেন্ট যারাই থাক বলে দেবে নৌকাটা ছাড় দিয়েছে ওপেন দিয়ে চলে যাক। বাস এ সুযোগটুকু নেওয়ার ব্যবস্থা করে দেবে। আমার ভোট আমি ওপেন দিতে পারি, আমার ভোট আমি গোপনে দিতে পারি, এখানে সরকারি লোক কিছু বলার ক্ষমতা রাখে না। আমার ভোট আমি ওপেন দিতে পারি, আমাদের এলাকার ডিসিশন। কথাগুলো মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম. এম. খালেকের। 

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শুক্রবার রাত আটটার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলা ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামে পথসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য দেন। ১ মিনিট ৩৪ সেকেন্ডের এই বক্তব্য’র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ষোলটাকা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করছেন দেলবার হোসেন। দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আনোয়ার পাশা। দলের গুরুত্বপূর্ণ নেতার এ বক্তব্য নিয়ে এলাকায় সাধারণ মানুষ ও প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত