নৌকার পোস্টার মারা কে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা আহত
প্রকাশ: ৩০ মে ২০২২, ১৫:৩৯ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৫৭
মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের নির্বাচনে নৌকার পোস্টার মারা কে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক আব্দুল মামুন নামের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছে। রবিবার রাতের দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোমিনের সমর্থক বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মামুনের নেতৃত্বে নৌকার পোস্টার মারার জন্য মামুন বের হন। এসময় বারাদি বাজার এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানো কে কেন্দ্র করে প্রতিপক্ষ সালে আল আজিজ টনিক (আনারস) ‘ সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সালে আল আজিজ টনিকের সর্মথকরা আব্দুল মামুনকে মারধর করলে তার মাথা ফেটে যায়। এ ঘটনার পরপরই বারাদি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এব্যাপারে মমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সালে আল আজিজ টনিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রতিপক্ষ নৌকা সমর্থনে আমার অফিসের সামনে পোস্টার টাঙাতে আসলে তাদেরকে নিষেধ করা হয়। এ ঘটনার কথা কাটাকাটির এক পর্যায়ে তারা এসে আমার অফিস ভাঙচুর করে। এঘটনায় বারাদি ক্যাম্প পুলিশ টহল জোরদার করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত