নোয়াখালীর ১৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৩, ১১:৩৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১১

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাধ্যমিক ও সমমানের নবম ও দশম শ্রেণির ১৩২ মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে।

গতকাল বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুইঁয়া। 

এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে উপজেলার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণির মোধাবী ১৩২ জন শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের এই ট্যাব বিতরণ করা হয়েছে। ট্যাবগুলো আধুনিক মানের। কনফিগারেশনও বেশ ভালো। শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের এই ট্যাব বেশ ভালো কাজে আসবে।

অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান অফিসার অজিত কুমার রায়সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত