নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে ভেসে আসা ২ হরিণ লোকালয়ে উদ্ধার
প্রকাশ: ২৭ মে ২০২১, ০৮:৫১ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:২০
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের তোড়ে নোয়াখালীর নিঝুম দ্বীপের জাতীয় উদ্যান থেকে বেশ কিছু হরিণ ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে দুটি হরিণ উপজেলার চরকিং ইউনিয়নের লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে। পরে হরিণ দুটো বনে অবমুক্ত করা হয়।
উপজেলা বন বিভাগের সহকারী বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাইশ নম্বর এলাকায় লোকালয়ে স্থানীয়রা ভিজে যাওয়া একটি হরিণ দেখতে পান। প্রায় একই সময়ে কাছাকাছি কিল্লার বাজার এলাকায় আরও একটি হরিণ পাওয়া যায়। হরিণ দুটোকে উদ্ধার করে স্থানীয়রা তাৎক্ষণিক বন বিভাগে খবর দেন।
মোস্তাফিজুর রহমান বলেন, পরে তাঁরা হরিণ দুটি নিজেদের জিম্মায় নেন। এরপর প্রয়োজনীয় পরিচর্যা শেষে বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কাজিরবাজার এলাকায় বন বিভাগের বনে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগের নিঝুম দ্বীপ বিটের কর্মকর্তা মাসুদ রায়হান বলেন, বুধবার ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপের হরিণগুলো বেশ বিপাকে পড়ে। অধিকাংশ হরিণের আবাসস্থল ডুবে যায়। এ সময় অনেক হরিণ মানুষজনের বসত ভিটায়, সড়কে ও বনের ভেতর খনন করা পুকুরের পাড়ে গিয়ে আশ্রয় নেয়। উদ্ভূত পরিস্থিতিতে কিছু হরিণ জোয়ারের পানির তোড়ে অন্য এলাকায় ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই ধরনের আশঙ্কা প্রকাশ করে বন বিভাগের জাহাজমারা রেঞ্জের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিঝুম দ্বীপে হরিণের সঠিক সংখ্যা বলা মুশকিল। তবে সেখানে পাঁচ থেকে ছয় হাজার হরিণ থাকতে পারে। অতিরিক্ত জোয়ারে এসব হরিণ কিছুটা সংকটের মধ্যে পড়ে। অবশ্য এরই মধ্যে বনের ভেতরে বেশ কয়েকটি পুকুর খনন করা হয়েছে। যাতে জোয়ারের সময় সেগুলোর পাড়ে হরিণ আশ্রয় নিতে পারে।
বন বিভাগের এক কর্মকর্তা বলেন, নিঝুম দ্বীপে কোনো বেড়িবাঁধ নেই মর্মে প্রচার করে একটি মহল সেখানে বেড়িবাঁধ নির্মাণের দাবি জোরদারের পাঁয়তারা করছে। যাতে সহজে বন উজাড় করে দ্বীপটিতে বসতি বাড়ানো যায়। ওই কর্মকর্তা বলেন, নিঝুম দ্বীপে হরিণের আবাস নিশ্চিত করতে বনের ভেতর পুকুর খনন করে উঁচু পাড় তৈরি করতে হবে। যাতে দুর্যোগকালে হরিণসহ অন্য বন্য প্রাণী সেখানে আশ্রয় নিতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত