নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১৯:১৯ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩

২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরেই ফাইনালে ওঠেছিল বাংলাদেশ। নেপালের কাছে হেরে যায় ২-০ গোলে। পরের দুই মৌসুমেও ফাইনাল খেলেছিল লাল-সবুজের দল। দুবারই ভারতের কাছে হেরে যায়। চতুর্থবার ফাইনালে ওঠে ষষ্ঠ আসরে বয়সভিত্তিক টুর্নামেন্টটির শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশ। মিরাজুল ইসলামের জোড়া গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোচ মারুফুল হকের দল।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। মিরাজুলের জোড়া গোলের পাশাপাশি অন্য গোল দুটি করেন রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন সামির তামাং।

বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রথম শিরোপার পাশাপাশি নেপালের বিপক্ষেও প্রথম জয় এটি। এবারের আসরে গ্রুপপর্বে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২-১ গোলে হেরে যায়। এর আগে আরও তিনবার দেখা হয়েছিল দুদলের। দুটিতে নেপাল জিতেছিল, আর ড্র হয়েছিল একবার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত