নেইমারের জোড়ায় বলিভিয়াকে গুড়িয়ে শুরু ব্রাজিলের
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯
হেক্সা মিশন সফল করার লক্ষ্য নিয়ে কাতার বিশ্বকাপে গেলেও তা পূরণ করতে পারেনি ব্রাজিল। গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাওরা। এদিকে আজ আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিতের জন্য মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বজয়ীরা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আজ বলিভিয়ার বিপক্ষে খেলতে নেমে ৫-১ গোলের বড় এক জয় পেয়েছে ব্রাজিল।
কাতার বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলতে নামেননি নেইমার জুনিয়র। চোটের কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। তবে চোট থেকে সেরে ওঠে জাতীয় দলের হয়ে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন এই সেলেসাও স্ট্রাইকার।
নিজেদের ঘরের মাঠে স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে খেলতে নেমে আজ শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবলই খেলেছে ব্রাজিল। ম্যাচের তিন মিনিটের মাথায়ই ফ্রি কিক পেয়েছিলেন নেইমার। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটও নিয়েছিলেন তিনি। তবে ডান পায়ের নেয়া সে শট চলে যায় বক্সের সামান্য বাইরে দিয়ে।
এরপর গোল করার আরও এক মোক্ষম সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নেইমার। ১৭ মিনিটের মাথায় নিজেদের ডি বক্সে হ্যান্ড করে ফেলেন বলিভিয়ার ফুটবলার আদ্রিয়ান জুসিনো। ফলে পেনাল্টি পায় ব্রাজিল। তবে স্পটকিকে জালের দেখা খুঁজে পেতে ব্যর্থ হন পিএসজি ছেড়ে এ মৌসুমেই আল হিলালে যোগ দেয়া নেইমার।
এদিকে পেনাল্টিতে গোল না পেলেও লিড নিতে খুব বেশি সময় লাগেনি ব্রাজিলের। নেইমারের পেনাল্টি মিসের মিনিট দশেক পরই সেলেসাওদের এগিয়ে দেন রদ্রিগো গুজ। এরপর এই রিয়াল মাদ্রিদ তারকা আরও একবার গোল করে এগিয়ে দিয়েছেন দলকে। তবে তার আগেই ব্যবধান দ্বিগুন করেছেন রাফিনহা। কিন্তু এ দুটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে।
প্রথমার্ধ্বে রদ্রিগোর গোলে এগিয়ে যাবার পর আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ব্রাজিলিয়ানরা। তবে তা কাজে লাগাতে পারেননি নেইমার-রদ্রিগোরা।
এদিকে বলিভিয়ার বিপক্ষে আজ সেলেসাওদের আক্রমণের ধারা বজায় থেকেছে বিরতির পরও। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। নেইমারের বাড়িয়ে দেয়া বলে বাঁ পায়ের নেয়া শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এরপর ছয় মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রিগো। ৫৩ মিনিটের সময় ব্রুনো গুমিয়ারেসের কাছে থেকে পাওয়া পাসে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি। ফলে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
এদিকে প্রথমার্ধ্বে পেনাল্টি মিস করলেও নেইমার আজ গোলের দেখা ঠিকই পেয়েছেন। ৬১ মিনিটে রদ্রিগোর কাছে থেকে পাস পেয়েছিলেন তিনি। আর ডান পায়ের নেয়া দুর্দান্ত শটে তা জালে পাঠিয়ে দেন সাবেক পিএসজি তারকা। ফলে স্কোরলাইন হয়ে যায় ৪-০।
এদিকে নেইমারের পর গোলের দেখা পেয়েছে বলিভিয়াও। ৭৮ মিনিটের সময় আজ দেশের হয়ে একমাত্র গোলটি করেন বলিভিয়ার ফুটবলার ভিক্টর আব্রেগো। তবে তার এ গোলে পরাজয়ের গ্লানি আরও বেড়েছে দেশটির। কেননা ম্যাচের একেবারে শেষদিকে আরও এক গোলের দেখা পেয়েছে পাঁচবারের বিশ্বজয়ীরা, আর দলের হয়ে পঞ্চম গোলটি করেছেন নেইমার।
নির্ধারিত নব্বই মিনিটের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। রাফিনহার বাড়িয়ে দেয়া বলে ডান পায়ের নেয়া শটে বল জালে পাঠান তিনি। ফলে শেষ পর্যন্ত বলিভিয়াকে বিধ্বস্ত করে ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এমন জয়ে বিশ্বকাপ বাছাই দুর্দান্ত ভাবেই শুরু হল ব্রাজিলের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত