নীলফামারীতে ট্রেনে কাটা পড়ল ৩ ভাই-বোনসহ ৪ জন
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ১১:৪৫ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯
নীলফামারী প্রতিবেদক: নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (০৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার এলাকার কুন্দপুকুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তিন ভাইবোন রেললাইনের ওপর খেলছিল। এ সময় খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম নামে এক যুবক তাদের লাইন থেকে সরাতে গেলে চারজনেই ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- লিমা আক্তার (৮), তার মিনা আক্তার (৬) ভাই মোমিনুর রহমান (৪) ও তাদের বাঁচাতে যাওয়া যুবক শামীম হোসেন (৩০)।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত