নীলফামারীতে ঘন কুয়াশা, সকালে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:২৯ |  আপডেট  : ২১ অক্টোবর ২০২৫, ১৯:০৭

উত্তরের জেলা নীলফামারীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে সকাল। দৃশ্যমানতা কমে যাওয়ায় শহরের রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের আমেজও।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে শহরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে কখনও রোদ, কখনও হালকা বৃষ্টি থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের মাত্রা বেড়ে যাচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার ঘনত্ব বেশি ছিল। আগামী কয়েক দিনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত