নিয়মিত আদালত চালুর দাবিতে মেহেরপুরে মানববন্ধন 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৩ মে ২০২১, ১৬:১৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০১:৩১

স্বাস্থ্যবিধি মেনে, অবিলম্বে নিয়মিত আদালত চালু করার দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি। রবিবার বেলা ১১টার দিকে কোর্ট মোড় এলাকায় জেলা আইনজীবী ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানবন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আদালত বন্ধ থাকার কারনে বিচার কার্যক্রম থমকে গেছে। আইনজীবী ও আইনজীবী সহকারিরা অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত পরিচালনার দাবি জানান বক্তারা। 

এসময় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মিয়াজান আলী, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি মারুফ আহম্মেদ বিজনসহ আইনজীবীরা মানববন্ধনে অংশ নেয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত