নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা  আবার শুরু করার তারিখ ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ০৭:৫১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬

ইরানের ওপর থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আবার শুরু করার তারিখ ঘোষণা করেছেন ইরানের প্রধান আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি।

তিনি বুধবার এক টুইটার বার্তায় লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মোরার সঙ্গে এক টেলিফোনালাপে আমরা অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় শুরু করতে সম্মত হয়েছি।

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু ২০১৮ সালে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকা ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।

আমেরিকার ওই অবৈধ পদক্ষেপের বিপরীতে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়নি তবে এটির ২৬ নম্বর ধারা অনুযায়ী নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দেয়।

এ অবস্থায় ওই সমঝোতায় আবার আমেরিকার ফিরে আসা এবং ইরানের পক্ষ থেকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নের জন্য গত এপ্রিল থেকে জুন পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ছয় দফা আলোচনা করে ইরান। তবে সেসব আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাকেরি-কানি বলেছেন, যতদিন আলোচনা থেকে ফল পাওয়ার আশা থাকবে ততদিন তার দেশ ভিয়েনা সংলাপে অংশগ্রহণ করবে। অনর্থক সময় নষ্ট করার চেষ্টা করা হলে আবার ওই সংলাপ থেকে সরে আসবে তেহরান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত