নিষেধাজ্ঞা অমান্য - ১১ জেলে আটক, এতিমখানায় গেল ১০ মণ ইলিশ
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ১৩:০০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ ১১ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) রাত পর্যন্ত সুখচর, নলচিরা ও বুড়িরচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ সফলভাবে সম্পন্ন করার জন্য শনিবার রাতে হাতিয়ার সুখচর, নলচিরা, বুড়িরচর সংলগ্ন এলাকায় উপজেলা মৎস্য দপ্তর অভিযান চালায়। এ সময় দুইটি ট্রলার, ১১ জন জেলে, ৫০ হাজার মিটার জাল ও ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে আটক ১১ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ইলিশগুলো আটটি এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জব্দ করা ইলিশগুলো স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও আটক ১১ জেলের থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত