নিশ্চিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই দল
প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১১:৪৬ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ শেষ দুটি দল হিসেবে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপ ১৬ অক্টোবর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ায়। লড়াই করবে ১৬টি দল।
শুক্রবার বাঁছাইপর্বের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস। অন্যদিকে জিম্বাবুয়ে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবারের মতো খেলবে জিম্বাবুয়ে।
এদিকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া সবগুলো দেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। এর মধ্যে ছিল বাংলাদেশও।
এরপর বাকি চারটি স্থানের জন্য হয় বাঁছাইপর্ব। সেই বাঁছাইপর্বে গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে জায়গা করে নেয়। আর শুক্রবার শেষ দুটি দল হিসেবে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে জায়গা নিশ্চিত হয় অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নামিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত