নিলামে আঁকাশ ছোয়া মূল্যে বিক্রি হলো মেসির রুমাল!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১২:৫২ |  আপডেট  : ২ মে ২০২৫, ০১:১৪

সর্বকালের সেরা ফুটবলার হলে মেসি। হঠাৎ করেই তার জীবন এখন মোড় নিয়েছে অন্য দিকে। বার্সার হয়ে মেসির বিদায় ভাষণের সময় স্টেজে উঠেই কান্নায় ভেঙে পড়েন এলএমটেন। ঠিক তখনই মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো মেসির কাছ একটি রুমাল এগিয়ে দেন চোখের পানি মুছার জন্য। মেসির ব্যবহার করা সেই রুমালটি আজ নিলামে তুলে বার্সা কর্তৃপক্ষ।

অবাক করার বিষয় হলেও সত্যি সে রুমালটি নিলাম থেকে একজন স্প্যানিশ ধনকুবের কিনে নেন ১ মিলিয়ন ডলারের বিনিময়ে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত