নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা চাই - পঞ্চগড়ের পুলিশ সুপার

  কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ |  আপডেট  : ৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭

সাংবাদিকরা সমাজের দর্শন সমাজের সকল ধরনের অসঙ্গতি তুলে আনেন।
আপনারাই  সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক আপনাদের সহযোগিতা চাই। 
রবিবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে আপনারা আমাদের পুলিশ বাহিনীকে পূর্নাঙ্গ ভাবে সহযোগিতা করবেন, যেনো একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।
নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, আমি আপনাদের এলাকায় এসেছি মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ও আপনাদের সর্বাত্মক কামনা করছি। 
জেলার যতো সমস্যা আছে তা এক সাথে সমাধান করা সম্ভব নয়। ট্টাফিক সমস্যা ও পঞ্চগড়ের যানজট নিরসনে তিনি কাজ করবেন বলে জানান তিনি।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, ডিআই- ১ মুক্তারুল ইসলাম। মত বিনিময় সভায় জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত