নির্বাচনে কোনো দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: পিটার হাস 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১২:১৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:১৩

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতে গিয়ে তিনি সাংবাদিকদের এমনটি বলেন। 

পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোন একক দলের প্রতি পক্ষপাত করে না। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করার কথা বলেছি। কোন রাজনৈতিক দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। 

মার্কিন রাষ্ট্রদূত বলেন, শর্তহীন সংলাপের ওপর তাগিদ দিচ্ছি আমরা। অন্য দলগুলোকে এই বার্তা আগেই দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র শর্তহীন সংলাপ, শান্তিপূর্ন রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র অবাধ-সুষ্ঠু নির্বাচন চায়, যা হতে হবে সহিংসতমুক্ত।  মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন সহিংসতামূলক বক্তব্য নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত