নির্বাচনী প্রচারণা শেষ হতেই অনুশীলনে সাকিব

  ক্রীড়া রিপোর্ট

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ১১:১৮ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০

শুক্রবার সকালেই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা। এরই মাঝে অনুশীলন করতে মাঠে নেমে পড়েছেন মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে দাঁড়ানো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিকেল ৪টা নাগাদ মাগুরা জেলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। মূলত আসন্ন বিপিএলকে সামনে রেখেই এই অনুশীলন শুরু করেছেন সাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু। 

অনুশীলনের শুরুতে খানিকটা ফিটনেস নিয়ে কাজ করেন সাকিব। এরপর কিছুক্ষণ প্যারাসুট রানিংও করেন এই টাইগার অধিনায়ক। ফিটনেস ঠিক রাখতেই মাঠে নেমে পড়েছেন সাকিব। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত