নিম্নবিত্তের কবিতা

  প্রসপারিনা সরকার 

প্রকাশ: ৭ মে ২০২৪, ১৬:২৩ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১৯:২৬

নিম্নবিত্তের কবিতা

প্রসপারিনা সরকার 

--------------------------------------------

উচ্চবিত্তরা গরমেও কাজ করো ঘরে- বাহিরে  আরাম আয়েশে 
আমরা প্রচন্ড কাঠফাটা রোদে  
স্বল্পমূল্যে শ্রম বিকাই ঘাম ঝরিয়ে ৷ 

সহস্র শ্রমিকের ঘামে তৈরি
তোমাদের দামী গাড়ি, বাড়ি
তোমরা সেই দালান কোঠাতে 
ঘুমাও আরামে এয়ারকন্ডিশনে ৷

আমরা নিম্নবিত্তরা নোংরা বস্তিতে
কষ্টে অতিষ্ঠ,ছটফট করি গরমে ৷
তোমরা চলো দামি গাড়িতে 
সেখানেও ঠান্ঠার যন্ত্র আছে ৷

আমরা চলি পায়ে ফুটপাতে
মধ্যবিত্তরা বাচে যাতাযাতি করে 
অতি তাপে যাই গাছের ছায়ায়
মধ্যবিত্তদের গরমে প্রাণ যায় ৷

তোমাদের অফিসে আদালতেও
শীতল  হাওয়ার  মেশিন আছে
আমাদের ছোট্ট কল কারখানায় 
অফিসে তপ্ত গরম বাতাস বহে ৷

কান পেতে শোন -যাই বলে 
শ্রমের ন্যায্য পাওনা দিতে হবে
না হলে লক্ষ শ্রমিক ঢিল ছুড়বে
তোমাদের দালান ,অট্রালিকাতে ৷

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত