নিবেদন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:১০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৭
শফি আলম
--------------
হিংসা কোনো ধর্ম নয়কো , নয়কো উৎকৃষ্ট গুণ ,
হিংসার আগুনে মানুষ ও প্রকৃতি পুড়ে হয় খুন ।
মানবতা হলো মানুষের ধর্ম , ভালবাসার মাঝে ,
শুদ্ধ আত্মার পরিচয় মেলে সত্য মানুষের কাজে ।
যাদের অন্তরে হিংসা ভরা , মানুষ নয় তারা দৈত্য ,
হিংসা দিয়ে দৈত্যরা দেখায় দানবীয় আধিপত্য ।
হিংসার আগুনে নরক জ্বলে , প্রেমে মেলে স্বর্গ ,
পর্ণকুটিরেও শান্তি আনে পবিত্র প্রেমের অর্ঘ্য ।
ক্ষমতা দেখাতে শাসক যেথা হাতে ওঠায় লাঠি ,
শাসিত সেথায় দুর্ভাগ্য নিয়ে করে কান্না কাটি ।
শাসক যেখানে ভয় দেখিয়ে শাসন করতে চায় ,
প্রকৃতির নিয়মে ওই শাসক নিশ্চিহ্ন হয়ে যায় ।
রাজধর্ম প্রজাপালন , কিছুতেই পীড়ন নয় ,
প্রজার সুখেই রাজার সুখ , জেনো সুনিশ্চয় ।
ইতিহাস বলে - হিংসার মসনদ হয়ে যায় ছারখার ,
একবার নয় ইতিহাসে এটা দেখা যায় বারবার ।
যাদের মনে মানুষের প্রতি নাই কোনো বিশ্বাস ,
তারাই করে হিংসা বিদ্বেষ , বাড়ায় ঘৃণার চাষ ।
ফুলের মতো পবিত্র হও , করে যাই নিবেদন ,
অনাচার নয় পৃথিবী সাজাতে প্রেমের প্রয়োজন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত