নিদ্রাহীন রাতের জন্য তৈরি হও, প্রিয়ঙ্কাকে শুভেচ্ছায় বললেন আনুশকা

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১০:০৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩

সম্প্রতি, নেটমাধ্যমে মা হওয়ার খবর জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছিলেন, সারোগেসিক মাধ্যমে মা-বাবা হলেন তিনি আর নিক। গভীর রাতেও সেই খবর হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে শনিবার সকাল থেকে তা নিয়ে আলোচনা আরও বাড়ে। বহু বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন এই যুগলকে।

বলিউডের থেকে হলিউডে সময় বেশি দিলেও, এখানেও প্রিয়াঙ্কার বন্ধুর সংখ্যা কম নয়। লারা ভূপতি, পূজা হেগড়ে, নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল— অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়াতেই। 

এবার সেই তালিকায় যোগ হলো আনুশকা শর্মার নাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট-পত্নী লিখেছেন, 'প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস, দু'জনের জন্যেই রইল শুভেচ্ছা। অনাস্বাদিত আনন্দ ভাগের অভিজ্ঞতা এবং ভালোবাসা তো বটেই, পাশাপাশি রাত জাগার জন্যও একেবারে প্রস্তুত হয়ে থেকো। আর পুঁচকেটিকেও অফুরান ভালোবাসা।'

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত