নিজের ছাদবাগানে ঝুড়িভর্তি হলুদ হাতে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী

  বিনোদন ডেস্ক:

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২১, ১২:১৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১

এপার কিংবা ওপার, দুই বাংলাতেই অভিনেত্রী জয়া আহসানের জনপ্রিয়তা তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই অভিনেত্রীর সরব পদচারণা রয়েছে। দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন জয়া।

তারই ধারাবাহিকতায় শনিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজের ছাদবাগানে চাষ করা ঝুড়িভর্তি হলুদের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন জয়া। ক্যাপশনে লিখেছেন,  ‘সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রাণ…’

জয়ার ওই পোস্ট দেখে অবশ্য হলুদ চাষী জয়ার প্রশংসায় পঞ্চমুখ হন নেটিজেনরা। অল্প সময়েই মধ্যেই ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ।

একজন নেটিজেন লিখেছেন, ‘একজন সফল হলুদ চাষী জয়া আপু’। 

আরেকজন লিখেছেন, ‘জয়া, আপনার কিছু দিক খুব ভালো লাগে। বাগান করা, প্রাণীদের প্রতি ভালোবাসা। অভিনেত্রীর পরিচয় ছাপিয়ে আপনি হয়ে ওঠেন একজন সাধারণ মানুষ‼ কাঁচা হলুদের আভার মতো ঝলমলে লাগছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত