নিজেকে নিয়ে যা বলেন নায়ক বাপ্পারাজ  

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১২:৩৮ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০০

১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাপাডাঙ্গার বৌ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে হাতেখড়ি নায়ক বাপ্পারাজের। প্রথম সিনেমায় অভিনয় করে তিনি বুঝিয়ে দেন যে, নায়করাজের ছেলে তিনি। অভিনয় তার রক্তে।১০০টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন রাজ্জাকপুত্র, যার বেশিরভাগই ব্যবসা সফল। 

কিন্তু কিংবদন্তি বাবার মতো একক নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি বাপ্পা।  তবে ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে নাম্বার ওয়ান তারকা তিনি। বেশিরভাগ ছবিতেই তাকে ব্যর্থ প্রেমিকের ভূমিকায় দেখা গেছে। প্রেমিকাকে বন্ধুর হাতে তুলে দিয়ে মরে যেতে তাকে দেখা গেছে অনেক সিনেমায়।  যে কারণে এ নায়ককে বাংলা সিনেমার ’ট্র্যাজিক হিরো’ বলা হয়। 

গত ১১ মার্চ ছিল এ অভিনেতার জন্মদিন।  সেদিন প্রসঙ্গটি টেনে সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সিনেমায় ব্যর্থ প্রেমিক বাস্তব জীবনে কি সফল হয়েছেন? নাকি সেলুলয়েডের ফিতার মতো বাস্তব জীবনেও প্রেমকে স্যাক্রিফাইস করেছেন?

সহাস্যে বাপ্পারাজ জানালেন, না, বাস্তব জীবনে সিনেমার মতোই প্রেম কাহিনি আছে তার।  চুটিয়ে প্রেম করেই বিয়ে করেছেন তিনি এবং নানা প্রতিবন্ধকতার মাঝেও শতভাগ সফল হয়েছেন।

এ নায়ক বলেন, ‘আমি হাত ওপরে রাখতেই ভালোবাসি। হাত পাততে ভালোবাসি না। পাতব কেন? এটা আমার জীবনেও আছে, ছবিতেও আছে। বাস্তবে আমি সফল প্রেমিক। আমার জীবনে তো একটা সাংঘাতিক কাহিনি আছে। আমার প্রেমের কাহিনি তো কেউ জানেই না। বাস্তবে প্রেমের টানে তো প্রেমিকা বিদেশ থেকে চলে এসেছে। এরপর বিয়ে করেছি। তাই বলতে পারি, প্রেমের ক্ষেত্রে সবচেয়ে সফল।’

সিনেমার প্রসঙ্গ টেনে এ নায়ক বলেন, ‘আমি ১০০ ছবির মধ্যে ১০–১৫টায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। বাকিগুলো তো নরমাল চরিত্র করেছি। এত ছবির মধ্যে ওই ১০–১৫টা যখন সবকিছু ছাপিয়ে গেছে, লোকে মনে করে, এই ব্যাটা বুঝি ওটাই—ওটাই তো একজন শিল্পীর সফলতা। বিষয়টি কোনো কষ্ট বা বেদনা নেই আমার। সেটা থাকারই বা কী আছে? ব্যর্থ প্রেমিক হয়েই তো আমি সফল। কজন অভিনেতা এমনটা পারে? আমি পেরেছি। সফল হয়েছি। ছবিতে হিরোকে টপকে গেছি, এটা আমার ক্রেডিট না?’

প্রসঙ্গত, এ পর্যন্ত ১০০টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন নায়ক বাপ্পারাজ, যার বেশিরভাগই ব্যবসা সফল। সিনেমায় এখন অনিয়মিত হলেও ইন্ডাস্টি ছেড়ে যাননি।  তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘চাঁপাডাঙার বউ’, ‘প্রেমশক্তি’, ‘বিদ্রোহী প্রেমিক’, ‘ঢাকা ৮৬’, ‘জ্বিনের বাদশা’, ‘প্রেমগীত’, ‘জজ ব্যারিস্টার’, ‘প্রেমের সমাধি, ‘বাবা কেন চাকর’ অন্যতম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত