নিকের কাছ থেকে দূরে থাকা কষ্টের: প্রিয়াঙ্কা
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ১৮:১০ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮
কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিবাহবিচ্ছেদের গুঞ্জন আলোচিত ছিল বিটাউনে। প্রিয়াঙ্কা তাঁর নাম থেকে স্বামী নিকের ‘জোনাস’ পদবি মুছে ফেলার পরই এই গুজবের শুরু। পরে জানা গেছে, এসব সত্য নয়। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, নিকের কাছ থেকে দূরে থাকা তাঁর জন্য কষ্টের।
নিক আর প্রিয়াঙ্কা তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী উদ্যাপন করলেন পয়লা ডিসেম্বর। এই তিন বছরের যৌথ জীবনে তাঁদের ভালোবাসা আরও গাঢ় হয়েছে। এটি প্রিয়াঙ্কা বেশি উপলব্ধি করেছিলেন লন্ডনে থাকার সময়। প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরে লন্ডনে ওয়েবসিরিজ ‘সিটাডেল’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সে সময় তাঁর পাশে ছিলেন না স্বামী নিক জোনাস।
সেই সময়ের উদাহরণ দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘সময়টা আমার কাছে বেশ কঠিন ছিল। পুরো এক বছর নিজের বাড়ি থেকে দূরে থাকা খুবই মুশকিল। পরিস্থিতি এমন ছিল যে নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্যও আপনি কোথাও যেতে পারবেন না। আমার মা, ভাই ভারতে ছিল। আমার স্বামী ছিল আমেরিকায়। আর আমি ছিলাম যুক্তরাজ্যে। ওই সময় কেউই কিছু বুঝে উঠতে পারছিলাম না। এ ছাড়া আসা-যাওয়ায় ভয়ও ছিল। কারণ যদি কারও কিছু হয়ে যায়। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় আমরা সবাই ঠিক আছি।’
নিক জোনাস প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা একে অপরের হৃদয়কে অনুভব করি। আর আমরা যা-ই করি না কেন, সব সময় পরস্পরকে প্রাধান্য দিই। আমাদের ব্যক্তিগত জীবন একান্তই আমাদের। আমরা একে অপরের পেশাগত জীবনে নাক গলাই না। আর এ ব্যাপারে আমি খুবই স্পষ্ট। আমরা একে অপরের বিষয়ে মতামত দিই। কিন্তু শেষ পর্যন্ত একজনই সিদ্ধান্ত নেয়। কারণ, আমরা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে আমাদের ক্যারিয়ার গড়েছি।’
নিক স্বামী হিসেবে কেমন, জবাবে সাবেক এই বিশ্বসুন্দরী বলেন, ‘আমি আগেই বলেছি, নিজের বাড়ি ছেড়ে লন্ডনে থাকা আমার জন্য খুব কষ্টের ছিল। ও আমার সঙ্গে দেখা করার জন্য সব ছেড়ে চলে আসত। নিক এত দূর থেকে ছুটে আসত শুধু আমার সঙ্গে ডিনার করার জন্য। তারপর আবার ফিরে যেত। আসলে ও মানুষ হিসেবে দুর্দান্ত। আমি মনে করি, আমাদের সবার একজনের প্রতি আরেকজনের এভাবে খেয়াল রাখা উচিত।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত