নিউ মার্কেটে ফের শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, সড়ক অবরোধ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১১:১৮ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭
রাজধানীর নিউ মার্কেট আজ মঙ্গলবার সকালে ফের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে কলেজ ভবনের ছাদ থেকে নিউ মার্কেটের দিকে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে শিক্ষার্থীদের। মঙ্গলবার সকাল ১০টার পর এ ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়।
রাতের সংঘর্ষের জেরে সকাল থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচলও বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর আজ মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত