নিউমার্কেটে সংঘর্ষে নাহিদের মৃত্যু: অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১১:১৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯
রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে নাহিদের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন।
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মুহাম্মদ তারিকুজ্জামান জানান, অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে, মামলায় অজ্ঞাতপরিচয় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়েন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ। বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়েছিলেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়া হয়।
অবস্থার অবনতি হলে নাহিদকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাত্র ছয় মাস আগে বিয়ে করা নাহিদ কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পাশে দেওয়ানবাড়িতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত