নিউমার্কেটে সংঘর্ষের দুই সূত্রপাতকারীসহ গ্রেফতার ৩  

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মে ২০২২, ১৩:৩২ |  আপডেট  : ২ মে ২০২৫, ০৭:৩৫

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সূত্রপাতকারী দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া সংঘর্ষে হত্যাকাণ্ডে জড়িত আরেকজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ মে) দিনগত রাতে শরীয়তপুর ও কক্সবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সম্প্রতি ঢাকা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৮ এপ্রিল রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত