নিউমার্কেটে অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১১:০৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:১৯

রাজধানীর নিউমার্কেট এলাকায় গত ১৯ এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কাইয়ুম মামলার বিষয়টি জানান। তিনি বলেন, 'গত ২৩ এপ্রিল মামলা হয়েছে। অ্যাম্বুলেন্সের মালিক মোহাম্মদ সুমন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।'

'এ নিয়ে নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে ৫টি মামলা হলো' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এর মধ্যে পুলিশ বাদী হয়ে ২টি মামলা করেছে। এ ছাড়াও, ২টি হত্যা মামলা হয়েছে।'

গত ১৯ এপ্রিল দুপুরে সংঘর্ষ চলার সময় আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে। সেসময় রোগীসহ ৬ জন আহত হন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত